শিশির কুমার সরকার, বেনাপোল : যশোরের বেনাপোল সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। রবিবার সকাল ৯টায় তাদের আটক করা হলে ও এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৪৯বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশ কিছু নারী-পুরুষ অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে সাদীপুরে অভিযান চালিয়ে ১৯ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইলসহ বিভিন্ন জেলায়। এ সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত ২৪ নারী-পুরুষকে বিজিবি সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।