রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদ এর স্মৃতিচারণ,কর্মীসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের জাতীয় পার্টির সকল অঙ্গ -সহযোগী সংগঠনের আয়োজনে। ২২ শে জুলাই ২০২২ রোজ শুক্রবার বিকালে কেশবপুর উপজেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এই স্মৃতিচারণ, কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মাষ্টার ইউনুছ আলীর সভাপতিত্বে ও কেশবপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিশ্বাসমনিরুজ্জামান মনু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব,যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম,যশোর পৌর জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট জি. এম.আবু মূছা,প্রধান বক্তার বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিশেষ বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক মোঃমনিরুজ্জামান হিরনসহ আরও অনেকে।