কেশবপুরে মৎস্য সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশঃ ২০২২-০৭-২৪ - ২৩:২১

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২৪ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মৎস্য চাষী প্রভাষক মুহাসিন হোসেন, মৎস্যজীবি মনোহর গাইন প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য সেক্টরে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।