বটিয়াঘাটা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে বটিয়াঘাটার ফুলতলা এলাকায় মঙ্গলবার বিকাল ৪ টায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। এ সময় তিনি আলফা ফিস ফিড লিঃ লাইসেন্স বিহীন অবৈধ ভাবে খাদ্য উৎপাদন ও কারখানার পরিবেশ অস্বাস্থ্যকর এবং খাদ্য উৎপাদন উপকরণ সমূহ নিম্ম মানের হওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনা কালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মনিরুল মামুন, সহকারী মৎস্য অফিসার এস এম আমীর আলী সহ আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।