খুলনায় স্কাউটিং বিষয়ে অবহিতরণ সভা

প্রকাশঃ ২০২২-০৭-২৭ - ২১:০৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের (কারিগরি ও মাদ্রাসা) নিয়ে স্কাউটিং বিষয়ে দল গঠন ও পরিচালনা সংক্রান্ত অবহিতকরণ সভা বুধবার সকাল ১০টায় খুলনার খালিশপুর মঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এলটি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের পরিদর্শক সুশান্ত কুমার সাহা, মাদ্রাসা শিক্ষা বোর্ড খুলনার সহকারী পরিচালক মোহাঃ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, আ.ছ.ম আঃ রহিম, গাজী মারুল কবির, প্রধান শিক্ষক মনিরা পারভীন, তাপস কুমার বিশ্বাস, সুপার মোহাম্মদ ইব্রাহীম, মোঃ বোরহান উদ্দিন, জিএম ইউনুস আলী, মোঃ আব্দুল গফ্ফার প্রমুখ।