পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার অভিভাবক সমাবেশ

প্রকাশঃ ২০২২-০৭-২৮ - ১৬:৪৭

খুলনা অফিস : খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষা ২০২২ এর চূড়ান্ত প্রস্তুতি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক -অভিভাবক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকবৃন্দ ও অভিভাবক অভিভাবিকাবৃন্দ শিক্ষার মান উন্নয়নে ও প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিভিন্ন পরামর্শ এবং মতামত পেশ করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন মাদ্রাসার ধারাবাহিক সফলতা ধরে রাখতে ও শিক্ষার মান উন্নয়নে পরিচালনা পরিষদ,শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। তিনি বলেন সকলে সচেতনতার সাথে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে বিগত বছরের ন্যায় এ বছরও নূরানী তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন সহ একটি ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান বলেন শিক্ষায় জাতির মেরুদন্ড তবে সে শিক্ষা হতে হবে ধর্মীয় ও জাগতিক সমন্বিত আদর্শ শিক্ষা। আর সেই ধর্মীয়, নৈতিক ও যুগোপযোগী শিক্ষার অঙ্গীকার নিয়ে কাজ করছে পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসা। সভায় অভিভাবকবৃন্দ বিভিন্ন পরামর্শ প্রদান এবং প্রতিষ্ঠানের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লি আলহাজ্ব মুনীর আহমেদ,পরিচালক শিক্ষা এস এম আলী ইমাম,কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান সহ পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দদের ধন্যবাদ জানান। সভায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা ইমরান গওহরী, হাফেজ হারুন অর রশিদ, সৈয়দ আজগর আলী, মাওলানা শেখ মাসুদুর রহমান, হাফেজ মোহাম্মদউল্লাহ, মোঃ আল-আমিন, মোঃ হাফিজুর রহমান মৃধা, হাফিজুর রহমান, অভিভাবক জনাব মোঃ জিল্লুর রহমান, মোঃ এনামুল হক সহ অধিকাংশ অভিভাবক-অভিভাবিকাসহ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।