কেশবপুরে ভারতীয় রুপার গহনা উদ্ধার

প্রকাশঃ ২০২২-০৭-২৯ - ১৭:৩৮

রাজীবচৌধুরী,কেশবপুরঃবৃহস্পতিবার(২৮শে জুলাই২০২২) বিকালে যশোর জেলার কেশবপুর উপজেলার সরসকাটি এলাকায় মোটরসাইকেল থেকে পুলিশ ১৬কেজি ৭৪১ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার কলারোয়া  দিক থেকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে কেশবপুর উপজেলার সরসকাটি এলাকায় আসছিল।পুলিশ দেখে ওই ব্যক্তি মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।এতে পুলিশের মনে সন্দেহ সৃষ্টি হয়।পুলিশ সন্দেহবশত মোটরসাইকেলে তল্লাশি করে।তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৬ প্যাকেট ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। এই ঘটনার ব্যাপারে কেশবপুর উপজেলার ভালুকঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই.আজিজুর রহমান  বলেন মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধারকৃত রূপা স্থানীয় জুয়েলার্স ব্যবসায়ীদের দিয়ে পরীক্ষা করানো হয়। উদ্ধারকৃত রুপার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।