পাইকগাছায় পিসি রায় এর ১৬১ তম জন্মবার্ষিকীতে মতবিনিময় সভা 

প্রকাশঃ ২০২২-০৮-০২ - ০১:২২

মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র ( পিসি রায়)এর ১৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেসব্রিফিং করেছেন এমপি ও উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে মতবিনিময় ও প্রেস ব্রিফিং হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য খুলনা -৬’র এমপি আক্তারুজ্জামান বাবু,সরকারী ভাবে সংস্কৃতি প্রতিমন্ত্রীর উপস্থিততে বিজ্ঞানীর জন্ম বার্ষিকীর সকল কর্মসূচি গনমাধ্যমে তুলে ধরার আহবান জানান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম, আবদুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর,সহ-সভাপতি তৃপ্তি রন্জন সেন, আঃ আজিজ,দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সদস্য আলাউদ্দীন রাজা সহ অনেকে।