যশোর প্রতিনিধি : যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই তৌহিদুল রহমান (৪৫), রুহুল আমিন (৪০) মারা গেছে। মেশিনে বিচালী (গো খাদ্য) কাটার সময় ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাইও মারা যায়। বুধবার (৩ আগস্ট) বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার জয়নগরে মর্মান্তিক ঘটনাটি ঘটে। তারা দুইজন হলেন জয়নগর গ্রামের মৃত খেলাফত হোসেনের ছেলে। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চাচা রেজাউল ইসলাম সুইট জানান, তার ছোট ভাইপো রুহুল আমিন বিকেল ৫ টার দিকে মেশিনে বিচালী কাটছিলো। এসময় অসাবধানবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় ভাই তৌহিদুল রহমান। এসময় সে বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে চিকিৎসক শুভাশিষ রায় জানান, হাসপাতালে আনার অনেক আগেই মারা যান তৌহিদুল ও রেজাউল ইসলাম। তৌহিদুল একজন পল্লী চিকিৎসক বলে স্বজনরা জানিয়েছেন। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।