দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলায় শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করার লক্ষে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভায় সপ্তাহ ব্যাপি তালিকা যাচাই বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান মানস রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরসহ বিভিন্ন দপ্তর প্রধান ও দাকোপ প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ।
এর পুর্বে একই স্থানে উপজেলা খাদ্য বান্ধব কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচির চলমান ভোক্তা যাচাই বাছাই কার্যক্রমে নিয়ুক্ত ইউডিসি উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।