বটিয়াঘাটায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২২-০৮-০৪ - ২২:২০

বটিয়াঘাটা প্রতিনিধি: স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে স্থানীয় কর্মসূচী প্রনয়নের লক্ষ্যে বৃহষ্পতিবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ সন্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রীতিলতা রায়, সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রুনা আক্তার সুমি, সহঃ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, আ’লীগ নেতা অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, সাংবাদিক পরাগ রায়, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান প্রমূখ।