যশোরের পালবাড়ির অবৈধ বাজার উচ্ছেদ

প্রকাশঃ ২০১৭-১১-১২ - ১৯:৫৪

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পালবাড়ির অবৈধ বাজার উচ্ছেদ করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটোয়ারী রোববার সকালে পালবাড়ির রাস্তার ডান পাশের সবজি ও মাছের দোকানসহ ১১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশ কোথাও অবৈধ স্থাপনা ও বাজার থাকবে না। মন্ত্রণালয় ও হাইকোর্টের নির্দেশ পালন করতে শহরের পালবাড়ির সবজি ও মাছবাজারের ১১৩টি দোকানে গত বৃহস্পতিবার নোটিস দেওয়া হয় তাদের স্থাপনা সরিয়ে নিতে। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়।’ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।