কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে মানসিক রোগগ্রস্থ মোসলেম সরদার ৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এব্যাপারে ৭ আগস্ট সকালে থানায় জিডি করা হয়েছে।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, উপজেলার ফতেপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের পূত্র মোসলেম সরদার (৬৭) গত ১ বছর পূর্বে স্টোক জনিত কারণে মানষিক রোগগ্রস্থ হয়ে পড়ে। গত ৩ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে মোসলেম সরদার বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্নীয়-স্বজন-সহ সম্ভাব্য সকল স্থানে খোজাখুজির পরও তাঁকে না পাওয়া যাওয়ায় তার পূত্র ফেরদৌস রহমান কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ৩১০, তারিখ ০৭-০৮-২০২২।
মোসলেম সরদারের গায়ের রং কালো, মুখমন্ডল লম্বাটে, চুল-দাড়ি পাকা সাদা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বাড়ি থেকে বের হওয়ার সময় নেভী ব্লু পাঞ্জাবী পরিহিত ছিল। কোন স্বহৃদয় ব্যাক্তি যদি মোসলেম সরদারের সন্ধান পান তবে তার পূত্র ফেরদৌস রহমানের ০১৩১৬-৮১০১৪৩ নং মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।