দাকোপ প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি জামায়াত জোট শাসন আমলে সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দাকোপে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এবং উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে বুধবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চালনা পৌরসভা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, কে এম কবীর হোসেন, অধ্যাপক সুপদ রায়, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, আজগর হোসেন ছাব্বির, ইউপি আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক জ্যোতিশংকর রায়, চালনা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুঁইয়া, বিধান বিশ্বাস, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, আব্দুল গফুর সানা, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, মোঃ জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, বিপ্রদাস মন্ডল। উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব গাজী, শেখ ইকবাল হোসেন, ইউপি যুবলীগ সভাপতি পাবক মিস্ত্রী, হিমাদ্রী সরকার, সুরঞ্জন মন্ডল, সৌম্য বিশ্বাস, সমীরণ রায়, বরুন পাইক, মিঠুন সাহা, গোবিন্দ রায়, জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ আল আমীন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, রাজু বাছাড়, ইমদাদুল হক মিলন, মাসুম হাওলাদার প্রমুখ।