ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি দক্ষিনপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে , আশংকাজনক অবস্থায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায় শিরোমনি দক্ষিন পাড়া এলাকার হাফিজ এর পুত্র মেহেদি (২২) কে একই এলাকার মালেক এর পুত্র মুন্নার নেতৃত্বে ৪/৫ জন যুবক পুর্বশত্রুতার জেরে গতকাল বিকাল ৩ টার সময় শিরোমনি দক্ষিনপাড়া ফকিরবাড়ি মাজার এর সামনে পিছন দিক থেকে পিছে ধারালো ছুরি দিয়ে পোছ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে, পরে গুরতর জখম মেহেদির আত্নচিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । গুরুতর জখম মেহেদির কাছে থাকা নগদ টাকা ও ১ টি মোবাইল ছিনিয়ে নেয় বলে জানান তার স্বজনেরা। মেহেদির পিঠে ৪২ টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।