ফুলতলা (খুলনা) প্রতিনিধি// স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলতলা উপজেলা কমান্ডের উদ্যোগে বুধবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এবং বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউএনও সাদিয়া আফরিন, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএসএ সালাম, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌন নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মোনজেল সরদার, সুবোধ কুমার বসু, মোঃ আজগর আলী বিশ্বাস, রবিউজ্জামান, ফজলুল হক মোল্যা, ইব্রাহীম কাগজী, মাহমুদ খান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মোঃ ফজলুল করিম।