বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় গৃহবধূ ঝুমুর হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বৃহষ্পতিবার বেলা ১২ টায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবু, ঠাকুর ঠাকুর দাস মন্ডল, সুকেস রায়, বিউটি রায়, নমিতা রায়, রমেশ রাজ সহ শত শত নারী-পুরুষ । উল্লেখ্য গত ৩১ আগস্ট দুপুরে আসামি দেবকুমার রায়(৪৫), বিধান রায় (৫৫), প্রান্ত রায়(২৫), পারুল রায়(৪৭), বিউটি রায়(৪২), দিপিকা রায়(৩০), ও শংকর রায় মিলে ভিকটিমের স্বামী দেবকুমার রায়ের নির্যাতনে গৃহবধূ ঝুমুর রায়(২৫)কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে । এব্যাপারে ভিকটিমের পিতা রিপন রায় বাদী হয়ে বটিয়াঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত খুলনায় সি,আর ২৫৩/২২ নং হত্যা মামলা দায়ের করেন । বিচারক মামলাটি আমলে নিয়ে পবিআই পুলিশের উপর তদন্তের নির্দেশ দেন । বৃহস্পতিবার মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে আয়োজনের মাধ্যমে আসামিদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন ।