দাকোপ প্রতিনিধিঃ দাকোপে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৪০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের পুকুরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছ্ড়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদেরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ।