ফুলতলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক কওছার জমাদ্দারের ইন্তেকাল

প্রকাশঃ ২০২২-১০-০২ - ২২:৩২

ফুলতল (খুলনা) প্রতিনিধি// ফুলতলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ কওছার আলী জমাদ্দার আর নেই। তিনি বেশ কিছুদিন বার্ধক্যজনতি কারণে নানাবিধ রোগে ভুগছিলেন। আজ রোববার সকাল ১০টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার বয়স হয়েছিল ৮১ বছর। কওছার জমাদ্দার স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ বহু আত্বীয়স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর ডাবুর মাঠে মরহুমের জানাযা শেষে ফুলতলা সরকারি গোরস্থানে দাফন করা হয়।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড শফিকুল ইসলাম মনা, জেলা খুলনা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিটি কর্পোরশেনের সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, শিক্ষাবিদ আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হুসাইন, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, মিয়া গোলাম কুদ্দুস, এটিএম গাউসুল আযম হাদী, ওয়ার্কার্স পাটির জেলার সাধারণ সম্পাদক কমরেড অনছার আলী মোল্যা, আওয়ামী লীগ নেতা এ্যাড তারিক হাসান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, মুক্তিযোদ্ধা কাজী জাফর উদ্দিন, শিল্পপতি ফেরদৌস ভুঁইয়া, ফিরোজ আহম্মেদ ভুইয়া, বিএনপি নেতা এ্যাড গাজী আঃ বারী, আবু হোসেন বাবু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আশরাফুল আলম নান্নু, মীর কায়ছেদ আলী, এস এ রহমান বাবুল, শেখ ইকবাল হোসেন, মোঃ সেলিম সরদার, হাসনাত রেজভী মার্শাল, মনির হাসান টিটো, শেখ আঃ সালাম. অধ্যাপক ওহিদুজ্জামান, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভুঁইয়া শিপলু, নওশাদ হোসেন লালু, শেখ লুৎফর রহমান, অহিদুজ্জামান মোল্যা নান্না, প্রভাষক আঃ আলীম, শিল্পপতি হুমায়ুন আহম্মেদ ভুঁইয়া, জহির উদ্দিন ভুইয়া রাজীব, মোল্যা হেদায়েত হোসেন লিটু, এস কে আলী ইয়াছিন, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, মরহুমের পুত্র জাহিদ জমাদ্দার প্রমুখ। জানাযার ইমামতি করেন অধ্যক্ষ আছম আঃ রহিম।

কওছার আলী জমাদ্দার ১৯৪১ সালে ফুলতলার দামোদর গ্রামের সম্ভ্যান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাসানি ন্যাপ এর মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৭১ সালে ২৮ মার্চ সকালে ফুলতলা গার্লস স্কুল এলাকায় কওছার আলী আলী জমাদ্দারের নেতৃত্বে গাছ কেটে ও কার্লভার্ট ভেঙ্গে খান সেনাদের খুলনাগামী সামরিক কনভয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে জিয়াউর রহামানের জাগো দল ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ফুলতলা এম এম কলেজ, সরকারি গার্লস স্কুল, সরকারি মহিলা কলেজ, ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রসা, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রািতষ্ঠান প্রতিষ্ঠায় উদ্যোক্তার ভুমিকা পালন করেছেন তিনি ।

অপরদিকে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রয়াত বিএনপি নেতা কওছার আলী জমাদ্দারের বাড়িতে গিয়ে  শোকাহত পরিবারের সদস্যদের সমবেদন জ্ঞাপন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. তারিক হাসান মিন্টু, এস কে মিজানুর রহমান ও বণিক নেতা রবিন বসু উপস্থিত ছিলেন।

এদিকে কওছার আলী জমাদ্দারের মৃত্যুতে বনিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসুসহ বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ছাড়াও ফুলতলা আসাদ-রফি গ্রন্থাগারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা কনে বিবৃতি দিয়েছে।