ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলায় শিক্ষক নেতা মোশাররফ হোসেন মোড়লসহ ৪ শিক্ষকের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও জমিয়াতুল মুদার্রেছীন ফুলতলা উপজেলা শাখার যৌথ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুদার্রেছীন সভাপতি আ.ছ.ম আব্দুর রহিম, শিক্ষক নেতা বিমান চন্দ্র নন্দী, মনিরা পারভীন, এম এ হালিম, মহাসিন বিশ্বাস, মোশারফ হোসেন, গোলাম মোস্তফা, তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, জাকির হোসেন, শিক্ষক সন্দীপন রায় প্রমুখ। সভায় নেতৃবন্দ ফুলতলার গাড়াখোলা গ্রামের সমাজসেবক এম এম কামরুজ্জামান হত্যা ঘটনায় শিক্ষক নেতা মোশাররফ হোসেন মোড়ল, সানোয়ার হোসেন মোড়ল, মাদ্রাসা শিক্ষক ফিরোজ হোসেন মোড়ল ও আবুল কালাম আজাদকে আসামী করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে একই দাবিতে সকাল ১০টায় পরিবার ও এলাকাবাসির পক্ষ থেকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দামোদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইসমাইল হোসেন বাবলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম মোল্যা, শহিদুল্লাহ প্রিন্স, আশরাফুল আলম কচি, মোল্যা রবিউল ইসলাম, ইউপি সদস্য লিপি খাতুন, আঃ সাত্তার মামুন, প্রভাষক আহসান হাবিব, ছাত্রলীগ নেতা এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।