দাকোপে কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-১০-১২ - ১৮:০৮

দাকোপ প্রতিনিধিঃ দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষক পর্যায়ে বীজ সার বালাইনাশক ক্ষুদ্র কৃষি ঋণ সেবা সহজীকরন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভার শুরুতে দাকোপে কৃষি ব্যবস্থাপনা ও সমস্যা সম্ভবনার চিত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সার বীজ ব্যবসায়ী সজল সাহা, ফণী ভূষন, আবুল হোসেন, শামিম হাসান, কৃষক প্রতিনিধি সঞ্জয় মন্ডল, বিপুল রায়, মিঠুন রায়, তৃপ্তি রাণী, ভবেন্দ্রনাথ মন্ডল, আবুল বাশারসহ দাকোপে অবস্থিত কৃষি, রুপালী, সোনালী এবং কর্মসংস্থান ব্যাংকের প্রতিনিধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার। সভায় উপজেলা কৃষি ব্যবস্থার চিত্র তুলে ধরে সমগ্র উপজেলার প্রায় ২১ হাজার আবাদ যোগ্য জমিকে চাষাবাদ এবং পর্যায়ক্রমে ৩ ফসলের আওতায় আনার জন্য পানি সংকট নিরসনে খাল খনন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সার বীজ ব্যবসায়ীদের সরকার নির্ধারীত মূল্যে কৃষকদের নিকট বিক্রি এবং প্রান্তিক চাষীদের ঋণ সহায়তা সহজীকরনে নানা মূখী উদ্যোগ গ্রহন করা হয়।