ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ফুলতলা বাজারের জামিরা সড়কে সৌম্য টেলিকম এন্ড ফটোস্টাটের দোকানে গভীর রাতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো জামিরা সড়কের ঢাকা আবাসিকের মালিক রাহাত বিশ্বাসের পুত্র বিল্লাল বিশ্বাস ওরফে কোপা বিল্লাল (৩৮), আলকা পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের পুত্র তরিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ফুলতলা বাজারের সৌম্য টেলিকম এন্ড ফটোস্টাটের দোকানের টিনের চালা ও সিলিং কেটে ভিতরে ঢোকে। তারা ড্রয়ার ও আলমারি ভেঙ্গে ৪২টি নতুন মোবাইল ও নগদ ২০ হাজার টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামল নিয়ে যায়। এ ব্যাপারে দোকান মালিক রনজিত কুমার বোস বাদি হয়ে ২জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি বিল্লাল ও তরিকুলকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করে।