রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুরে “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে কেশবপুর মটর শ্রমিক নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে এই মত বিনিময় হয়েছে।আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাস ব্যাপি কর্মসূচীর আলোকে আজ কেশবপুরে মটর শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের বিষয় নিয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনা করেন “নিরাপদ সড়ক চাই” এর নেতৃবৃন্দরা।আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে কেশবপুর উপজেলা শ্রমিক নেতাগন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শ্রমিকদের সাথে কেশবপুর উপজেলা শাখা “নিরাপদ সড়ক চাই” নেতৃবৃন্দের মতবিনিময়কালে উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃহারুনার রশীদ বুলবুল, সদস্য সচিব মোঃশরিফুল ইসলাম,কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য মোঃ হেলাল উদ্দিন,মোঃ আলমগীর হোসেন,সেলিম রেজা, মোঃ আসাদুজ্জামান,শাহনাজ পারভীন, সাংবাদিক তাহমিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।