ফুলতলায় শিক্ষক দিবস পালন

প্রকাশঃ ২০২২-১০-২৭ - ১৭:২৯

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// ‘‘ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ এই প্রতিপাদ্যে ফুলতলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত¡রে র‌্যালী শেষে হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলতলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম। প্রভাষক গাজী এনামুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম এ দাউদ আলী, অধ্যক্ষ শেখ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবীর, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, মোঃ আসলাম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মোশারফ হোসেন মোড়ল, মহাসিন আলী বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, গোলাম মোস্তফা, আঃ হাই, প্রেমচাঁদ দাস, মোঃ জাকির হোসেন, প্রিন্সিপাল মোঃ আসলাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, শিক্ষক রুমা ইয়াসমিন, সুপার মোঃ শাহাজাহান হুসাইনসহ উপজেলার সরকারি -বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষকবৃন্দ।