ফুলতলায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২২-১১-০৪ - ১৮:৩২

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় প্রেমা গ্রাউন্ড চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য হাসনাত রেজভী মার্শাল। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনির হাসান টিটো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মশিউর রহমান বিপ্লব, হালিম সরদার, আনিছুর রহমান পলাশ, জিএম শফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী মোল্যা, শেখ হাফিজুর রহমান, মাফিজুর জমাদ্দার, আনোয়ার হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মোড়ল, আয়ুব মোল্যা, ইকবাল খাঁন, মোতাহার হোসেন কিরণ, আকবর সরদার, মোঃ হারুন মোল্যা, মাসুম শেখ, জাকারিয়া হোসেন, যুবনেতা রবিউল ইসলাম রবি, শাহিন আজাদ, তুহিন খন্দকার, ইনামুল কবির হিরোন, হুসাইন মোহাম্মদ মহাসিন, সৈয়দ আল শাকিল, শাহিন সরদার, হাবিব মোল্যা, জাহিদ শেখ, ইকবাল মোল্যা, ছাত্রনেতা মোঃ ফয়সাল হোসেন, সাকিব সরদার প্রমুখ। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ ইমরান হুসাইন।