দাকোপ প্রতিনিধিঃ ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ’র মহাপরিচালক দাকোপের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় এলাকাবাসী দাকোপে মডেল মসজিদ নির্মান কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন।
শনিবার সকালে ইফার মহাপরিচালক মুনিম হাসান দাকোপ উপজেলা সদর চালনায় ইফা পরিচালিত বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসী ইফা মহাপরিচালকের সাথে সাক্ষাত করে ঠিকাদারের অনীহায় চালনা হেড কোয়ার্টারে মডেল মসজিদের নির্মান শুরু না হওয়ায় মুসুল্লিদের দূর্ভোগের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইফার খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আজমল হক, খুলনার মাষ্টার ট্রেইনার মুফতী কামরুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার মোঃ মওদুদ আহমেদ, দাকোপ উপজেলা মডেল কেয়ার টেকার মোঃ জুবায়ের রহমান লিংকন প্রমুখ।