দাকোপ প্রতিনিধিঃ “দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে বর্ণিল আয়োজনে ফায়ার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্স স্টেশন দাকোপের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় দিবসের কর্মসূচীর অংশ হিসাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ ফায়ার সার্ভিস অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাকোপ অফিসের সাব অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই সুশান্ত কুমার পাল ও পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে ফায়ারম্যান রফিকুল ইসলাম ও শিক্ষার্থী প্রমি বিশ্বাস পবিত্র কুরআন ও গীতা পাঠ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও প্রতিনিধি হিউবার্ট সনি রত্ন। এর আগে প্রধান অতিথি ফায়ারম্যানদের কাছ থেকে সালাম গ্রহন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।