দাকোপে শিশুদের জন্য আমরা’র উদ্যোগে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরন

প্রকাশঃ ২০২২-১২-২৩ - ১১:৩৭

দাকোপ প্রতিনিধিঃ দাকোপের নলিয়ানে সামাজিক সংগঠন শিশুদের জন্য আমরা’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। শিশুদের জন্য আমরা’র সহসভাপিত শেখ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জব্বার ফকির ও সমন্বয়ক শামিনুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, সংগঠনের প্রধান উপদেষ্টা আজগর হোসেন ছাব্বির, উপদেষ্টা নীলকমল সানা। বক্তৃতা করেন ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, জাহিদ ফকির, নিমাই রায়, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য নারায়ন সরদার, জি এম শহিদুল ইসলাম, সুজিত কুমার রায়, কৃষ্ণপদ মন্ডল, অসিত কুমার মন্ডল, সুকুমার রায়, সংগঠনের সহসভাপতি আমিরুজ্জামান সোহাগ, কোষাধক্ষ্য অনিমেশ সরদার, শরিফুল ইসলাম, রিয়াদুল ইসলাম, গাজী রাজু, লাবনী খাতুন, আকিব আহমেদ বাপ্পী, লিয়ন বাওয়ালী, প্রসাদ মিস্ত্রি, সুজন মন্ডল, জাহিদ হোসেন রানা, শাকিল আহমেদ, তামান্না খাতুন, নদী আকতার, নাসিম খান। অনুষ্ঠানে সুতারখালী ইউনিয়ন থেকে ২০২২ সালে এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৭ জন মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনসহ সম্মাননা ক্রেস্ট প্রদান, একই সাথে ৬ জন প্রধান শিক্ষককে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। কয়রা উপজেলার অসুস্থ মেধাবী শিক্ষার্থী বৃষ্টির শিক্ষা সহায়তা হিসাবে নগত ১০ হাজার টাকা প্রদান, শিশুদের মাঝে বিস্কুট বিতরন এবং গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের পুষ্পমাল্য ও ক্রেস্ট দিয়ে বরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী অফিসার শিশুদের জন্য আমরা’র সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করে সংগঠনের তহবিলে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা অনুদান এবং সংগঠনের রেজিষ্টেশন কার্যালয় নির্মানসহ সকল কাজে সাধ্যমত সহায়তা করার ঘোষনা দেন। এরপর তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কালাবগী ৯ নং ওয়ার্ডে শিশুদের জন্য আমরা পরিচালিত আমাদের স্কুল পরিদর্শন করেন। তিনি স্কুলের ঘর সংস্কার এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন।