খুলনা মহানগর ছাত্রলীগের শোক

প্রকাশঃ ২০২৩-০১-০৮ - ২০:৩১

বিজ্ঞপ্তি : খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি দীপ্ত কুমার ঘোষের পিতা তপন কুমার ঘোষ (৬২) পরলোকগমন করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেছেন। আজ বিকালে রূপসা মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ শোক প্রকাশ করেছেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু ও সাধারণ সম্পাদক রুমান আহমেদ।
এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান আওয়ামী লীগ নেতা শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, আবু এহসান বাবু যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, শেখ হাসান মাহফুজ, এম এম হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জালাল মৃধা, হানিফ গাজী, ছাত্রলীগ নেতা জনি বসু, জয়নাল ফরাজী, সুব্রত অধিকারী, মিয়াদ হোসেন প্রমুখ।