তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য সম্পদ ধ্বংশ কারী বিভিন্ন অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ “কম্বিং অপারেশন” উপলক্ষে রোববার দুপুর ১২টার দিকে তেরখাদার আতাই নদীতে অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পালের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে বাংলাদেশ নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিনে আতাই নদী থেকে প্রায় দশ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ২টি চর ঘেরা জাল উদ্ধার করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন উদ্ধারকৃত সমূদয় জাল পুড়িয়ে ফেলা হয়।