খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১৩:১০

তথ্য বিবরণী : জেলা আইনশৃঙ্খলা কমিটির জানুয়ারি মাসের সভা রোববার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারাদেশের ন্যায় খুলনাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল অবস্থানে রয়েছে। এ ধরাবাহিকতা বজায় রাখতে সকলকে আরো দায়িত্বশীল হতে হবে। মাদক সংক্রান্ত অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাড়া-মহল্লায় এবং গুরুত্বপূর্ণ স্থানে দিনে ও রাতে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান সভায় জানান, বিগত ডিসেম্বর মাসে জেলায় ১৮০টি মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে মোবাইল কোর্টের ২৪টি অভিযানে ১৩টি মামলার দায়ের ও মাদক সংক্রান্ত অপরাধের কারণে ১৩ জনকে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ৬ হাজার সাতশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আলামত হিসেবে এক কেজি সাতশ’ ৫৮ গ্রাম গাঁজা, ১৮২ পিস ইয়াবা, ১৬০ বোতল ফেনসিডিল, পাঁচ লিটার এ্যালকোহল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাদকের বিস্তাররোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর পাশাপাশি সমাজের সকলকে কঠোর অবস্থানে থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক দূর করা সম্ভব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠকসহ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষায় কিশোর অপরাধ দমনে সংশ্লিদের আরো সজাগ থাকা প্রয়োজন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন সভায় বিগত মাসে জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। জেলা অধিক্ষেত্রে বিগত ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা দায়ের হয়েছে যা বিগত নভেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে চারটি বেশি। মহানগরী অধিক্ষেত্রে ডিসেম্বর মাসে ১৪৯টি মামলা দায়ের হয়েছে যা বিগত নভেম্বর মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৪টি বেশি।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।