তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা)// খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মিত্র বলেছেন, শিক্ষা হচ্ছে জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি। যে শিক্ষার্থী কঠোর অধ্যাবসায় করবে, তার সফলতা অনিবার্য। শিক্ষার উদ্দেশ্য কেবল সার্টিফিকেট কিংবা ডিগ্রি প্রাপ্তি নয়, প্রকৃত মানুষ ও জ্ঞানী হওয়াই আসল উদ্দেশ্য। শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও দেশের সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।
মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলার ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন কলেজিয়েট স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী, সূধী সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, মেজর (অবঃ) নাসির আহম্মেদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক সালেহ আহম্মেদ, মেহেদী হাসান বাবু, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম মোহন। স্কুলের শিক্ষক মাসুদ রানার পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইঞ্জিনিয়ার বদরুল আলম বাদল, সমাজসেবক রেক্সোনা আজম, সাঈদ নুরুল্লাহসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন শুভেচ্ছা বক্তৃতায় বলেন, ফুলতলা উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমার ইচ্ছে ছিলো জন্মস্থানে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে জন্মের ঋণ শোধ করা। সে ইচ্ছে থেকেই পিতা ও পরিবারের কেনা জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তুলে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।