ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন ইর্ষ্টানগেটে গতকাল বুধবার অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন (৬০) ব্যক্তির মরহেদ উদ্ধার করেছে এলাকাবাসি। সকাল আনুমানিক ৯ টায় ইস্টার্ন গেট খুলনা যশোর মহাসড়কের পশ্চিম পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খানজাহান আলী থানা এবং ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে খবর দেয়। স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় মৃত ব্যক্তিকে হিন্দু সম্প্রদায় সনাক্ত করে তাকে ইস্টার্ন গেট ভৈরব নদীর তীরে মশিয়ালী বুড়ো মায়ের শ্মশানে দুপুর ১২টায় সৎকারের জন্য নিয়ে যাওয়া যান । সৎকারের সময় উপস্থিত ছিলেন অসিত কুমার নন্দী, মোহনদাস, অজয় রায়,শিব বিশ্বাস, বিকাশ নন্দী, শিব দাস, খোকন রায়, শুভ দাস, নিত্য রায়, অরুন কুমার এবং তাদের সহযোগিতা করেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সরদার গোলাম জিলানী মুন।