দৌলতপুর প্রতিনিধি : নগরীর দৌলতপুর বিজেএ’র ভবণে বুধবার সকাল সাড়ে ১১ টায় পাটকে কৃষিজাত পন্য হিসেবে স্বীকৃতি প্রদান করার ঘোষনায় প্রধানমন্ত্রী, জননেত্রী ,দেশরত্ন শেখ হাসিনা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) বিজেএ’র চেয়ারম্যান ও দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজেএ’র ভাইস চেয়ারম্যান এফ এম সাইফুজ্জামান মুকুল, কার্যনির্বাহী সদস্য শেখ কাওছার আলী, এস এম হাফিজুর রহমান, এস এম সাইফুল ইসলাম পিয়াস, নুরুল ইসলাম বাবুল, আব্দুস সাত্তার, মোঃ ফিরোজ আলম, সুপ্রস্বাদ গোস্বামী, মোঃ মাহমুদুর রহমান, মোঃ আব্দুল ওহাব, বিএম আসিফ হোসেন, এস এম বেলাল হোসেন, আব্দুস সালাম, মোঃ আব্দুল কাশেম, শরীফ বদরুদ্দোজা মোহাম্মদ সাদী, শেখ কামরুজ্জামান ডাবলু, মোঃ মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর গাজী, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল কুদ্দুস শেখ, মোঃ খায়রুজ্জামান, মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ মনিরুল আনাম প্রমুখ।