বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল যুব গেমস-২০২৩ ও বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল,হ্যান্ডবল, ক্রিকেট সহ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক’র স্বাগত বক্তৃতা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরযল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সিনিয়র সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, শাহীন বিশ্বাস, পরিতোষ রায়, পরাগ রায়,আরিফুজ্জামান দুলু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়, পল্লব বিশ্বাস রিটু, জাকির হোসেন লিটু, মোঃ ওবায়দুল শেখ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি পংকজ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক অন্নদা শংকর রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী ও খেলোয়াড় বৃন্দ।