যশোরে মায়ের খোঁজ রাখে না ৯ সন্তানের কেউ

প্রকাশঃ ২০২৩-০১-১৩ - ১২:১৮

যশোর অফিস : রাবেয়া বেগম। বয়স ৭২ বছর। একে একে সুন্দর এ পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন ৯ সন্তানের। এরমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রিয়তম স্বামী। অথচ শেষ বয়সে পাশে নেই সন্তানদের কেউ। বিধবা এই বৃদ্ধা গত ৪ জানুয়ারি অসুস্থ অবস্থায় নিজেই মনিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্বর, কাশি, শ্বাসকষ্ট আর বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালের ‘এক্সটা ওয়ান’ বেডে ভর্তি আছেন তিনি। এক সপ্তাহ পার হলেও ৯ সন্তানের কেউ বৃদ্ধা মায়ের খোঁজ নেয়নি। রাবেয়া বেগম যশোরের মণিরামপুর উপজেলার চান্দুয়া গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী।

গত বুধবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, রাবেয়া বেগম ৯ সন্তানের মুখ দেখতে উদগ্রীব হয়ে হাসপাতালের বেডে শুয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। অথচ এই মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে সব যন্ত্রনা ভুলে সন্তানকে সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছেন। সেই মায়ের জীবন সায়াহ্নে সন্তানদের কেউ পাশে নেই। জ্বর, কাশি, শ্বাসকষ্ট আর বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পার হলেও সন্তানদের কেউ মায়ের খোঁজ নেয়নি।

রাবেয়া বেগম ঢাকুরিয়া ইউনিয়নের চান্দুয়া গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। তার তিন ছেলে এবং ৬ কন্যা সন্তান রয়েছে।

বৃদ্ধার ছোট ছেলে জয়পুর গুপেরহাট বাজারের ব্যবসায়ী আব্দুল সালামের সাথে কথা হয়। তিনি জানান, মাঠে কাজ থাকায় মায়ের খোঁজ নিতে পারেননি। মঙ্গলবার রাতে স্ত্রী শিরিনাকে হাসপাতালে পাঠিয়েছিলাম মায়ের খোঁজ নিতে। বাকি ভাই-বোনেরা কেনো খোঁজ নিয়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে সালাম জানান, মা’র খোঁজ নিলে তাদের পয়সা খরচ হবে।

মণিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক অণুপ কুমার বসু জানান, গত ৪ জানুয়ারি ওই বৃদ্ধা নিজেই এসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভর্তির পর থেকে বৃদ্ধার কোন সন্তান কিংবা আত্মীয়-স্বজন খবর নেয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই বৃদ্ধার ওষুধ আর খাবার দেওয়া হয়। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের এক্সটা ওয়ান নম্বর বেডে ভর্তি আছেন।