মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে পিকআপভ্যানের ধাক্কায় বিচালীবোঝাই আলমসাধু চালক নিহত হয়েছে। নিহত আলমসাধু চালক হলেন কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের শেখ নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪৫)। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মনিরামপুরের চালকিডাঙ্গা বাজারের পাশে। ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় কেশবপুর থেকে পুলিশ ওই পিকআপভ্যানসহ চালক সোহেলকে আটক করে। আটক সোহেল বরিশালের উজিরপুর থানার বাহেরঘাট গ্রামের বাবুল খন্দকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে যশোর থেকে আলমসাধুতে বিচালী বোঝাই করে চালক আলমগীর হোসেন কেশবপুরের উদ্দেশ্যে রওনা হয়।পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে মনিরামপুরের চালকিডাঙ্গা বাজারের কাছে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি পিকআপভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় আলমসাধুটি রাস্তার পাশে উল্টেপড়ে। এতে চালক আলমগীর গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আলমগীরকে মৃত ঘোষনা করেন। এ দিকে ধাক্কাদিয়ে পালানোর পথে কেশবপুর থেকে পুলিশ ওই পিকআপভ্যানসহ চালক সোহেলকে আটক করে। আটক সোহেল বরিশালের উজিরপুর থানার বাহেরঘাট গ্রামের বাবুল খন্দকারের ছেলে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, নিহত আলমসাধু চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালানোর সময় পিকআপ চালক কেশবপুরে পুলিশের হাতে আটক হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।