খানজাহান আলী থানা প্রতিনিধি : যোগীপোল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায় ও দু:স্থ শীতার্ত মানুষের মাঝে বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার আওতায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র উদ্যোগে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সার্বিক সহযোগিতায় শীতবন্ত্র কম্বল বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করেন যোগীপোল ইউপি চেয়ারম্যান মো: সাজ্জাদুর রহমান লিংকন। এ সময় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, নুর মোহাম্মাদ মুন্সি, আনসার আলী, হোসেন আলী হাওলাদার, জাহিদ গাজী, কাঞ্চন মহাজন, আলাউদ্দিন মিয়া, আহম্মদ গাজী, হানিফ মোল্যাসহ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের প্রায় ৫শ’ পরিবারের মঝে কম্বল বিতরণ করা হয়।