নগরীতে মাদকসহ ৩ বিক্রেতা গ্রেফতার

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৬:০২

খুলনা অফিস : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বটিয়াঘাটা থানার নিকুঞ্জ আবাসিক এলাকার মো: হানিফ ফকিরের পুত্র মো: ওমর আলী (৪২), ফরিদপুর জেলার কাশিমাবাদ কানাইপুর এলাকার মো: সাত্তার শেখের পুত্র মো: জুয়েল শেখ (৩৩) এবং দৌলতপুর থানার মানিকতলা এলাকার মৃত: কাশেম হাওলাদারের পুত্র মো: কালাম হাওলাদার ওরফে কালু (৬১)।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।