যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে গত পাঁচ বছরে সাড়ে ৩৫ হাজার তরুণ বিদেশ পাড়ি জমিয়েছেন। যাদের মাধ্যমে দেশে আসছে বিপুল অংকের রেমিট্যান্স। শনিবার দুপুরে টিটিসি যশোর কেন্দ্রে ‘গর্ভনেন্স ইন মাইগ্রেশন এ কালেক্টিভ রেসপনসিভিলিটি’ শীর্ষক সেমিনারে এতথ্য জানানো হয়। তথ্য উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।
তিনি বলেন, সারা দেশ থেকে যে পরিমাণ জনশক্তি বিদেশ যায় এরমধ্যে যশোরের অবস্থান ২৭তম। গত পাঁচ বছরে এ জেলা থেকে ৩৫ হাজার ৬৫৬ জন প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছেন। এরমধ্যে ২০১৮ সালে ৯ হাজার ৬১২ জন, ২০১৯ সালে পাঁচ হাজার ৭৯৯জন, ২০২০ সালে এক হাজার ৮০৫ জন, ২০২১ সালে পাঁচ হাজার ৪১ জন। সর্বশেষ ২০২২ সালে বিভিন্ন দেশে গেছেন ১৩ হাজার ৩৯৯ জন। এ সংখ্যা আরো বাড়াতে তিনি সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারিগরি শিক্ষার উপর জোর দিতে আহ্বান জানান।
প্রধান অতিথি আরো বলেন, সরকার দক্ষ মানব সম্পদ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য সাধারণ শিক্ষার মতো কারিগরি শিক্ষার বিস্তার ঘটানো হচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলো কারিগরি শাখার অনুমোদন দেয়া হচ্ছে। কারিগরি শাখায় শিক্ষার্থী বাড়াতে অভিভাবকদের সচেতন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম গোলাম আযম ও টিটিসি যশোরের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন। সেমিনারে যশোরের বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।