পাইকগাছায় সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবি

প্রকাশঃ ২০২৩-০১-১৫ - ১৭:০০

পাইকগাছা অফিস : পাইকগাছা রাড়ুলীর জনগুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝে বিদ্যুতের খুঁটির কারণে যাতায়াত ব্যাহত নিত্যদিন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কের উপর স্থাপিত ৩টি খুঁটি সরিয়ে নেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজার সংলগ্ন সুধই মোড়লের বাড়ি হতে গোলদার, গাজী ও দায়পাড়া হয়ে বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রয়েছে ১.৭ কিলোমিটার ইটের রাস্তা। রাস্তাটি দেখভাল করে থাকে স্থানীয় সরকার বিভাগ এলজিইডি। জনগুরুত্বপূর্ণ এ সড়কের মাঝ বরাবর মৃত আলিম শেখের বাড়ির সামনে সড়কের উপর একটি এবং জব্বার ঠিকাদারের বাড়ির সামনে বিদ্যুতের ৩টি খুঁটি রয়েছে।

শিশু বিশেষজ্ঞ ডা. মুহা: কওসার আলী গাজী জানান, জনগুরুত্বপূর্ণ এ সড়ক এলাকায় রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুন হামদ জামে মসজিদ, আল-হেরা দারুল কুরআন মাদ্রাসা, আল-হেরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, কাতার চ্যারিটি সোলার পানি সরবরাহ প্রকল্প, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। এলাকার শত-শত মানুষ এ রাস্তায় দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু সড়কের মাঝ বরাবর বিদ্যুতের খুঁটি থাকায় বড় ধরণের কোন যানবাহন এবং মালবাহী কোন বাহন যেতে পারে না। প্রায় দুর্ঘটনা ঘটে। ৩টি খুঁটি সরিয়ে নেওয়া উচিত। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী জানান, এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন পেলেই খুঁটিগুলো সরিয়ে নিরাপদ জায়গায় স্থাপন করা হবে বলে।