যশোরে দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:০৮

যশোর অফিস : যশোর ট্রাফিক বিভাগের কনস্টেবল মনিরুজ্জামান (৫৬) দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে। রোববার সকালে যশোর শহরের আরবপুর ট্রাফিক পোস্টে দায়িত্ব পালনকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

যশোরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাফুজুর রহমান বলেন মনিরুজ্জামান সকালে শহরের আরবপুর মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করায় অন্য পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনিরুজ্জামান ১৯৮৬ সালে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশে যোগদান করেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামের মৃত আব্দুল আলী শেখের ছেলে।

রোববার সকাল থেকে ট্রাফিক পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান শহরের আরবপুর ট্রাফিক পোস্টে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে বেলা সাড়ে ১১ টায় মৃত ঘোষনা করেন। দুপুরে পুলিশ লাইন মসজিদে তার জানাযা নামাজ সম্পন্নর পর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় মরদেহ নিয়ে যাওযা হয়। পুলিশ সদস্য মনিরুজ্জামানের মৃত্যুতে যশোর ট্রাফিক বিভাগসহ গোটা যশোর জেলা পুলিশের মধ্যে শোকের ছায়া নেমে আসে।