যশোর অফিস : অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় ইব্রাহিম মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্র মেহেদী আল মাসুদ রাজের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্ত্রী। আসামি মেহেদী আল মাসুদ রাজ যশোর শহরের বেজপাড়া গোলগুল্লাহ মোড় এলাকার আব্দুর রউফের ছেলে। সোমবার তার স্ত্রী প্রথম ইসরাত জাহান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জরির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ মার্চ মেহেদী আল মাসুদ রাজ বিয়ে করেন ইসরাত জাহানকে। এরপর রাজের বাড়িতে সংসার শুরু করেন ইসরাত জাহান। কয়েক বছর যেতে না যেতে রাজ তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। ২০২২ সালের ৯ জুলাই ইসরাত জাহান যৌতুকের ৫ লাখ টাকা এনে দিতে রাজি না হওয়ায় মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন রাজ। এ ঘটনায় ইসরাত জাহান বাদী হয়ে যৌতুক নিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনে আদালতে মামলা করেন। মামলা দুইটি বিচারাধীন আছে। এরমধ্যে ইসরাত জাহান জানতে পারেন তার স্বামী রাজ দ্বিতীয় বিয়ে করেছেন। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ২০২১ সালের ১ নভেশ্বর রাজ লক্ষীপুরের রামগঞ্জ থানার মধ্য ভাদুর গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে খাদিজা আক্তারকে বিয়ে করেছেন। পরে তিনি খাদিজার কাছ থেকে কাবিননামার কপি সংগ্রহন করে বিষয়টি নিশ্চিত হয়ে মুসলিম পারিবাকি আইনে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় আদালতে এ মামলা করেছেন।