বিজ্ঞপ্তি : শনিবার সকাল সাড়ে ১০টায় খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতি (রেজি: ২৪৮৭) এর ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তৃতা করেন সমিতির সহ-সভাপতি জাহিদ হাবিব, কোষাধ্যক্ষ হোসেন মাহামুদ বাচ্চু, যুগ্ম সম্পাদক মো: নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মো: মাসুদ পারভেজ হিরণ, দপ্তর সম্পাদক এস. খালিদুল ইসলাম লিটন, নির্বাহী সদস্য সাইদুর রহমান ও শংকর ঘোষ। এসময় উপস্থিত ছিলেন শেখ লিয়াকত আলী, গোলাম রব্বানী, মিজানুর রহমান, শেখর বিশ্বাস, জয়দেব সাধু, পার্থ সাহা, হোসেন সোহাগ, এস এম সাইদুর রহমান, সুকুমার সাহা, সাইফুল ইসলাম, মামুন দেওয়ান।
সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় মুদ্রণ শিল্পে একদর ব্যবস্থার সিদ্ধান্ত হয়। তারমধ্যে ডাবল ডিমাই সাইজ ৬০০ টাকা, ২৩/৩৩ সাইজ ৫৫০ টাকা, ডাবল ক্রাউন (২০/৩০) সাইজ ৫০০ টাকা, ডিমাই ৩৫০ টাকা, শর্ট ডিমাই সাইজ ৩০০, হাফ ডিমাই সাইজ ২০০ টাকা, মিনি সাইজ ১৫০ টাকা দরসহ ভ্যাট ও ট্যাক্স ধরে দর নির্ধারণের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই দরের কমে যদি কেউ মুদ্রণ কাজ করে সমিতির নিয়ম অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করারও সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এছাড়া সমিতির সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদের আর্থিক সহযোগিতা, শ্রমিক কর্মচারীদের নিয়োগ ও ছাড়পত্র, অসুস্থ মালিক এবং কর্মচারীদের পাশে থাকার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সভায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক কর্ম পরিকল্পনা এবং সরকারি সকল কর্মসূচি পালনেরও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রেসের মালিক উপস্থিত ছিলেন।