জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ শহিদুল ইসলাম আওয়ামী লীগের দু:সময়ের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি খুলনার ছাত্র রাজনীতির অন্যতম পূরধা ছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে সরকারী চাকরি করলেও খুলনার শ্রমিক সংগঠনকে একত্রিত করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় নিজে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে শেখ শহিদুল ইসলামের কর্মময় জীবনকে অনুকরণ করতে হবে। তাহলেই তাদের আত্মায় শান্তি পাবে।
শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি, শেখ শহিদুল ইসলামের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো: শামীম, মো: মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল বিথার, এড. মো: সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, নাজনিন নাহার কণা, বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া, এড. এ কে এম শাহজাহান কচি, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, বাবুল সরদার বাদল, চ. ম. মজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, মো: সেলিম মুন্সি, মো: ফয়েজুল ইসলাম টিটো, নুর জাহান রুমি, আইরিন চৌধুরী নীপা, এড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর কণিকা সাহা প্রমুখ।
অপরদিকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ শহীদুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এক দোয়া মাহফিল শনিবার বাদ মাগরিব নগরীর শঙ্খ মার্কেটস্থ আজমেরী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ এস.এম আসাদুজ্জামান রাসেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।