বটিয়াঘাটা অফিস : খুলনার বটিয়াঘাটায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে সাত ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কুকুরের উপর ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা: মিজানুর রহমান ভ্যাকসিন প্রদানের এ উদ্যোগ গ্রহণ করেন। সাত ইউনিয়নে ৫৬ জন স্বাস্থ্যকর্মী এ কাজে নিয়োজিত আছেন। দীর্ঘ দিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। বিভিন্ন সভায় স্বাস্থ্য কমর্কতার নিকট কুকুরের বংশ বিস্তার রোধ ও জলাতঙ্ক প্রতিরোধে কুকুরের উপর ভ্যাকসিন প্রয়োগের দাবী জানিয়ে আসছিল। যতদিন উপজেলার সব কুকুরকে ভ্যাকসিন দেয়া না হবে, ততদিন এই কার্যক্রম চলবে বলে ডাঃ মিজানুর রহমান জানান।