পাইকগাছায় জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০১-২৩ - ১৩:৫৬

পাইকগাছা অফিস : পাইকগাছায় জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাদঁখালীর ইউপি’র পুর্ব গজালিয়াতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমি মালিকদের পক্ষে পুর্ব গজালিয়ার মৃত: মোহাম্মদ আলী গাজীর ছেলে হারুন-অর রশীদ প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

থানা সূত্র জানিয়েছে, জমির মালিকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমির মালিকদের পক্ষ থেকে পূর্বগজালিয়া মৌজায় পৈত্রিক ও ক্রয় সূত্রের জমির মধ্যে ১৬.৩১ একর সম্পত্তি ৭০ বছরের দখলে রয়েছে। যা বর্তমানে কর-খাজনাসহ রেকর্ড হয়েছে। জানা গেছে, এ সম্পত্তির মধ্যে হতে পূর্ব গজালিয়ার মৃত: শহর আলী গাজীর ছেলে আয়ুব আলী গাজী মৎস্য চাষের জন্য ১১ বিঘা জমি ২০১৮ সালে ৪ বছর মেয়াদী ডিড করে নেয়। ২১ সালে মেয়াদ শেষ হলেও মৌখিক চুক্তিতে ২২ সালে মাছ চাষ করেন। জমির মালিক পক্ষ জানিয়েছে, পূর্ব গজালিয়ার আমিরুল ইসলামের নামে এ সম্পত্তি নতুন করে ইজারা চুক্তি করে দিলে বিপত্তি ঘটে। জমির মালিক মোস্তাফিজুর রহমান ও হারুন-অর রশীদ জানান, আয়ুব গাজীর নামে নতুন করে ডিড না দেওয়ায় স্থানীয় ক্ষমতা বলে আয়ুব আলী, গোলজার গাজী, মইন গাজী, কদো গাজী, তুহিন গাজী, লিটন গাজী, হানিফ গাজী গংরা বহিরাগতদের নিয়ে রবিবার সকালে উল্রেক্ষিত দাগ-খতিযানের প্রায় ৩৫ বিঘা সম্পত্তিতে পানি তুলে অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এ বিষয়ে ওসি মো: জিয়াউর রহমান জানান, জমির মালিকের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।