যশোরের মুহুরী রাজু খাঁর বিরুদ্ধে জালজালিয়াতি মামলা

প্রকাশঃ ২০২৩-০১-২৩ - ১৪:৪৬

যশোর অফিস : জালজালিয়াতি করে ভুয়া রি-কল দিয়ে ১ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মহুরী রাজু খাঁর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের ফতেপুর গ্রামের জোহর আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দলাল অভিযেগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি রাজু খাঁ সদরের ফতেপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খাঁর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি রাজু খাঁ নিজেকে আদালতে মুহুরী হিসেবে পরিচয় দিত। ২০২০ সালে ১০ নভেম্বর ফতেপুর গ্রামের রসুল মোল্যা বাদী হয়ে জোহর আলীসহ ১০ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। আদালতের আদেশে পিবিআই জোহর আলীসহ ১০ জনকে ১৪৩/৩২৩ ধারায় অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। জোহর আলী আসামি মুহুরী রাজু খাঁর সাথে যোগাযোগ করে জামিন হওয়ার জন্য। এ সময় আসামি রাজু তাকে জানায় ১ লাখ টাকা খরচ করলে মামলায় জমিন হওয়া লাগবেনা। খালসের অর্ডার পেয়ে যাবে। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মামলা আসামি রাজুকে ১ লাখ টাকা দিলে একটি রি-কল দেন জোহর আলীকে। রি-কলে ১০ আসামির নাম লিখে মামলা থেকে খালাস প্রদান করা হলো বলে উল্লেখ করা আছে। এরমধ্যে এ মামলায় হাজির না হওয়ায় আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ সংবাদ পেয়ে তিনি আদালতে এসে রি-কলের কপি পেশকারকে দেখিয়ে জাল বলে নিশ্চিত হন। আসামির সাথে যোগাযোগ করে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।