যশোরের চাঁদাবাজি হুমকির ঘটনায় মামলা

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১২:৪৫

যশোর অফিস : যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা আমির আলী গার্ডেনে গিয়ে নতুন বাড়ি নির্মাণকারী আতিয়ার রহমানের কাছে চাঁদা দাবি এবং মারপিটে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলো কাজীপাড়ার কাঁঠালতলা রোডের ইমজামামুল হক জিম (৩০), পুরাতন কসবা বিবি রোডের মৃত হাজী আতিকুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩১) এবং কাঁঠালতলা মোড়ের খুঁড়া রফিকের ছেলে জিসান (২৫)। এছাড়া আরো ২/৩জন অজ্ঞাত আসামি আছে। পুলিশ আসামি জিমকে আটক করেছে।

ওই এলাকার আতিয়ার রহমান এজাহারে উল্লেখ করেছেন, তিনি ওই এলাকায় নতুন বাড়ি নির্মাণ করছেন। আসামিরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে খুন জখমের হুমকি দেয়। পরে তিনি ভয়ে জিমকে তিন কিস্তিতে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা দেন। এরপরও আসামিরা তার ছেলে তৈমুমকে (৩৯) খুন জখমের হুমকি দিয়ে ৫ হাজার টাকা নেন।

গত ১০ জানুয়ারি বিকেল ৪টার দিকে আসামিরা তার বাড়িতে যায়। এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা একটি পিস্তল তার গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাদের কবল থেকে উদ্ধার করে। পরে আসামিরা চলে যাওয়ার সময় ফের প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় তিনি মামলা করলে পুলিশ জিমকে আটক করে।

কোতয়ালি থানার এসআই মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, চাঁদাবাজি মামলায় গত রোববার দিবাগত রাত একটার দিকে আসামি জিমকে বাবলাতলা ব্রিজের পশ্চিমপাশের একটি চায়ের দোকান থেকে উদ্ধার করা হয়। তার কাছ থেকে চাঁদা স্বরুপ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।