খুলনায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৩:১৫

বিজ্ঞপ্তি : মঙ্গলবার দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, এনামুল হক সজল, শেক জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তানভীরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, মনিরুজ্জামান লেলিন, হাবিবুর রহমান বিশ্বাস, গাজী আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ইস্তিয়াক আহমেদ ইস্তি, ইঞ্জি. নুর ইসলাম বাচ্চু, এবাদুল হক রুবায়েত, এড. কানিজ ফাতেমা আমিন, তাজিম বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, সিরাজুল ইসলাম লিটন, কাজী কামরুল ইসলাম বাবু, আইয়ুব মোল্লা, হাবিবুর রহমান হাবিব, খান ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা ভুট্টো, খোদা বক্স কোরায়েশী, জাহিদুল ইসলাম রিপন, মুজিবুর রহমান, আরিফুর রহমান শিমুল, মুজিবুর রহমান বাবুল, আবু ওয়ারা, জাহাঙ্গীর হোসেন, মাহবুব উল্লাহ শামীম, কে এম মাহবুব আলম, গোলাম কিবরিয়া, মতিউর রহমান বুলেট, সরোয়ার শিকদার, এইচ এম আসলাম, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, নিঘাত সীমা প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন। দোয়া মাহফিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে দু:স্থদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেফতার হন। পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর একদিন পরই চিকিৎসার জন্য স্ত্রী ও দুই কন্যাসহ থাইল্যান্ড যান কোকো। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিদেশেই অবস্থান করছিলেন।